ফেসবুক হেরে গেল। জিতে গেল সাধারণ মানুষের লড়াই। Published on 10th February, 2016
ফ্রী বেসিক ফ্রী বেসিক করে গত দুতিন মাস ধরে ফেসবুক আমাদের মাথা খেয়ে নিয়েছিল। বেশির ভাগ অগা পাবলিক ফ্রী বেসিক আসলে কি সেটা না জেনেই আমিও সাপোর্ট করছি এই দেখ কি মহান দেশ সেবা করছি ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তাদের সকলের মুখে ছাই দিয়ে গত সোমবার (8th February, 2016) TRAI সারা দেশে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে তারা Net Neutrality-র সপক্ষে এবং এই ধরণের ফ্রী বেসিক জাতীয় প্রকল্পের ঘোরতর বিরোধী।
আসুন সংক্ষেপে আর একবার বুঝিয়ে দিই ফ্রী বেসিক কি ?
ফ্রী বেসিক হল ফেসবুকের এক নতুন স্যোশাল নেটওয়ার্ক সাইট, যেটা মোবাইলের মাধ্যমে বিনামূল্যে ব্যবহার করা যাবে। ফেসবুক ঘোষণা করেছে এই সাইটের ফলে দেশের গরীব মানুষ পয়সা না দিয়েই একে অপরের সাথে কানেক্ট হতে পারবে। এবং শিক্ষা স্বাস্থ্য চাকরী ইত্যাদি পরিষেবা পাবে। খেয়াল রাখবেন ফেসবুক বা ফ্রী বেসিক কিন্তু আপনাকে শিক্ষা বা চাকরী দেবে না। ফ্রী বেসিক আপনাকে একটা প্লাটফর্ম দেবে যেখানে রাম শ্যাম যদু মধুরা এক জায়গায় আসতে পারবে। মোদ্দা কথা ফেসবুকের ছোট ভাই, কিন্তু ফেসবুক করতে গেলে পয়সা লাগে এবং ফেসবুকে যেহেতু বিজ্ঞাপন নেওয়া হয় তাই ফ্রী বেসিক নাম নিয়ে আর একটা নতুন ফেসবুককেই লঞ্চ করার চেষ্টা।
তাতে খারাপটা কি?
ফ্রীতে নিজের মোবাইলে ইন্টারনেট (ইন্টারনেট বলতে সমগ্র ইন্টারনেট বুঝবেন না, শুধু ফ্রী বেসিক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি) পায় তাহলে ক’জন শিক্ষা স্বাস্থ্য চাকরী এসব দেখবে ? বেশির ভাগ ছেলে ছোকরারা তো জোকস, চুটকি, প্রেমের ধোকা খাওয়া প্যাঁনপ্যাঁনে শায়েরী এবং অশ্লীল ভিডিও দেখবে। নিজের বান্ধবীর এমএমএস তুলে ফ্রী বেসিকে ছেড়ে দেওয়া ছাড়া তারা আর কিই বা করবে ?
কিছু খারাপ লোকের জন্যে ভালো মানুষেরা কেন এই সুযোগ থেকে বঞ্চিত থাকবে?
ভালো প্রশ্ন। তাহলে এবার টেকনিকাল দিকে আসি। ফ্রী বেসিক যেহেতু ফ্রী তাই বেশীর ভাগ মানুষ ইন্টারনেট বলতে ফ্রী বেসিককেই বুঝবে। জিমেইল, উইকিপিডিয়া, ইউটিউব, ইয়াহু ইত্যাদি সাইট ব্যবহার করা কমিয়ে দেবে। বিভিন্ন প্রাইভেট বা ই-কমার্স সাইট গুলি যেমন ফ্লিপকার্ট স্নাপডিল ইত্যাদি ফ্রী বেসিকের সাথে নিজেকে রেজিস্টার করবে এবং কান ঘুরে নাক ধরার মত করে এই সাইট গুলি নিজেদের ফ্রী করে দেবে। ফলত এইসব সাইটের স্পীড এবং ভিসিটরস বেড়ে যাবে। এই খানেই ধাক্কা খাবে নেট নিউট্রালিটি। অর্থাৎ যে লোকটা পয়সা দিয়ে ফ্লীপকার্ট দেখছে তার স্পীড কম হবে এবং যে লোকটা ফ্রী বেসিকের মাধ্যমে ফ্লীপকার্ট দেখছে সে একটাকা খরচ না করেও বেশি স্পীডে পরিষেবা পাবে।
প্রশ্ন হতে পারে তাহলে পয়সা দিতে যাবে কেন?
পয়সা দিতে যাবে কারণ সারা পৃথিবীতে প্রায় ১০০০ কোটি ওয়েবসাইট আছে কিন্তু ফ্রী বেসিকের মাধ্যমে আপনি খুব বেশী হলে ১০০ টা সাইট ফ্রী দেখতে পাবেন। যেগুলির মধ্যে বেশির ভাগ হল স্যোশাল নেটওয়ার্কিং সাইট, ই-কমার্স এবং টেলিকম সার্ভিস প্রোভাইডারের নিজস্ব সাইট। বিনে পয়সায় নেট নিলে আপনি চেষ্টা করলেও উইকিপিডিয়া বা জিমেইল বা অন্যান্য প্রয়োজনীয় সাইট ব্যবহার করতে পারবেন না। সেগুলি খুলবেই না।
যার ওসব সাইটের দরকার নেই তারা ফ্রী বেসিক ব্যবহার করবে। যাদের আরো সাইটের প্রয়োজন তারা পয়সা দিয়ে নেট ইউজ করবে।
ঠিক কথা। তাহলে ফেসবুকের আসল ফন্দীটা খোলসা করে বলি, ফ্রী বেসিক ফ্রী থাকবে তাই বেশির ভাগ মানুষ ফ্রী বেসিক রোজ রোজ বেশি বেশি করে খুলবে, তখন বড় বড় কোম্পানীগুলি নিজেদের বিজ্ঞাপন দেওয়ার জন্যে ফ্রী বেসিককেই আদর্শ জায়গা মনে করবে। ফ্রী বেসিক বলছে যে তারা বিজ্ঞাপন নেবে না, কিন্তু বিজ্ঞাপন না নিয়েও বিজ্ঞাপন দেওয়া যায় না কি !! সব বিজ্ঞাপন দেখে কি আমরা বুঝতে পারি কোনটা বিজ্ঞাপন আর কোনটা বিজ্ঞাপন নয়। এই যে প্রতি শনিবার একটি বাংলা দৈনিক পত্রিকায় বিভিন্ন সিনেমার রিভিউ বার হয় বা সিনেমা রিলিজ হওয়ার আগেই তার কলাকুশলীদের নিয়ে একটা জমাটি আড্ডা হয়, আপনার কি মনে হয় সেগুলি সত্যি সত্যি আর্টিকেল বা নিবন্ধ ?? ওগুলো আসলে পয়সা দিয়ে কেনা হয়। নিজেদের পাবলিশিটি করা হয়। সুতরাং ফ্রী বেসিক চালু হলে দেশে যে কালো টাকাও খানিক বাড়বে সেটা নিশ্চয় আন্দাজ করতে পারছেন।
তাহলে ফ্রী-পরিষেবা কি ভালো নয় ?
যদি সেটা সত্যি সত্যি ভালো উদ্দ্যেশে হয়। কিন্তু ফেসবুকের উদ্দ্যেশ্য মোটেই ভালো নয়, তারা ফ্রী প্লাটফর্ম করতে চাইছে শুধু মাত্র কিছু নির্দিষ্ট সাইটের কথা মাথায় রেখে, যাদের থেকে সে মোটা কমিশন আদায় করবে। যারা ফেসবুককে কমিশন দেবে না, বা যে-সাইট থেকে কমিশন পাওয়া সম্ভব নয় সেগুলিকে তারা ফ্রী করবে না, বা ইচ্ছে করে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের সাথে যৌথ প্রয়াসে সেই সমস্ত ছোট সাইটগুলিকে এত স্লো করে দেবে, যে সাধারণ মানুষ সেই সাইট ব্যবহার করা বন্ধ করে দেবে।
যদি ইন্টারনেটকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে নেট নিউট্রালিটি-ই আদর্শ। এটা শুধু আমাদের কথা নয়, স্বয়ং WWW-র আবিষ্কর্তা Tim Berners-Lee বলেছেন। ‘ফ্রী-ইন্টারনেট পরিষেবা কখনই সম্ভব নয়, যদি কেউ ফ্রী ইন্টারনেট দাবী করে জেনে রাখবেন সে সমগ্র ইন্টারনেট-কে বোঝাচ্ছে না’।
বড় বড় কোম্পানীরা (যেমন – OLX, FLIPKART, SNAPDEAL, TIMES ইত্যাদি) বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (যেমন – এয়ারটেল, ভোডাফোন, রিলায়েন্স ইত্যাদি) সাথে চুক্তি করবে এবং নিজেদের স্পীড বাড়িয়ে দিয়ে বেশি বেশি মানুষকে নিজেদের সাইটে প্রবেশ করাতে সক্ষম হবে এবং বিভিন্ন ছোট সাইট (যেমন বিভিন্ন ব্লগ, ছোটখাটো কোম্পানী, সাহিত্য) ইত্যাদি সাইটগুলির গ্রহণযোগ্যতা কমে যাবে। কারণ এই সাইটগুলি বিনে পয়সার ইন্টারনেটে দেখা যাবে না এবং পয়সা দিয়ে দেখতে গেলেও এর স্পীড ইচ্ছে করে কমিয়ে রাখা হবে। ফলে ভালো ভালো কনটেন্ট নিয়েও নানা সাইট ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এবং বাজারে টিকে থাকবে শুধু বড় বড় হাঙ্গরেরা। কিন্তু হাঙ্গরেরা জানে না, সাগরে ছোট মাছ আসা বন্ধ হলে তার কিছু দিন পর হাঙ্গরের মৃত্যুও অনিবার্য।
>> উলঙ্গ হয়ে অভিনয় করলেন শাহরুখ খান >> সিনেমা হিট করাতে রাজ কাপুর নায়িকাদের সাথে এ কি করত। >> সানি লিওনের কিছু সাহসী ফটো >> বিদ্যা বালানের ভয়ঙ্কর ফটোশুট >> সেক্স চেঞ্জ করে ছেলে থেকে মেয়ে
হওয়া কি অপরাধ ? (ভিডিও)
আপনি কি আমাদের জন্যে লিখতে চান। লিখুন। যে কোনো বিষয় নিয়ে যা ইচ্ছে লিখুন। আমাদের ধরণটা আশা করি বুঝতে পেরেছেন। কাকু, শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট আছে – সিরিয়াস বিষয় নিয়ে লিখতে পারেন, কিন্তু সিরিয়াস লেখা লিখবেন না। এখান থেকে অভ্র সফটওয়ারটি ঝপ করে নামিয়ে ফেলুন। তারপর MS Word-এ লিখে মেইল করে দিন। ৫০০ শব্দের মধ্যেই লিখবেন। ফ্রী-তে বেশি লিখবেনই বা কেন? ও হ্যাঁ, সাথে নিজের এক কপি ঝিঙ্কু মার্কা ফটো পাঠিয়ে দেবেন। লেখার সাথে ওটাও আমরা ছাপিয়ে দেব। মাসের শেষে সেরা ৫ জন লেখককে সার্টিফিকেট প্রদান করা হবে। আর কিই বা দিতে পারি বলুন !!
Mail : mogermulukweb@gmail.com
আত্মহত্যা করার সেরা উপায়? Published on 28th February, 2016
আপনার আত্মহত্যার কারণ যাই হোক না কেন ফলাফল যেন ১০০ শতাংশ সঠিক হয় তার জন্যে দয়া করে সঠিক পরিকল্পনা করে নেবেন। যেকোনো কাজের আগেই পেপার ওয়ার্ক করাটা খুবই জরুরী। তাই আত্মহত্যা করার আগে এই প্রতিবেদনট অবশ্যই পড়বেন।
তারপর গামছা পরে বেরিয়ে এলেন শ্রীজাত। Published on 27th February, 2016
খানিক পরে গামছা পরে ৩০ / ৩৫ বছরের একটি ছেলে, মাথায় হালকা টাক, বেরিয়ে এল। শ্রীজাতকে এই প্রথম দেখলাম। বয়স যে অল্প সেটা আগে থেকেই আন্দাজ ছিল। দেখে কিছুটা নিরাশ হলাম কি না এখন আর খেয়াল নেই।
উগ্রবাদী মানেই কি মুসলিম ?? শ্লা ছোটলোকের পাঝাঁড়া!! Published on 23th February, 2016
কথাটা শোনার পর মেজাজটা পুরো খিচ খেয়ে গেল। শালা কিছুতেই আর সিনেমার দিকে মন দিতে পারছিলাম না। ব্যাটাকে ধরে খানিক ক্যালাতে পারলে হেব্বী হত।
তোমার গুয়ে গন্ধ নেই, আমি হাগলেই পাড়া ছাড়া ?? দেশপ্রেম বনাম দেশদ্রোহিতা। Published on 17h February, 2016
ভালোবাসি বলা মানেই কিন্তু ভালোবাসা হয় না। আপনার বউ হয়ত আপনার অত্যাচারের ভয়ে সারা দিন ২৪ ঘন্টা ভালোবাসার মন্ত্র আউড়ে যাচ্ছে। ভালো করে খোঁজ নিলে জানতে পারতেন, রাতের অন্ধকারে সিঁড়ির পিছনে আপনার ড্রাইভারের সাথে লুকিয়ে জাপটাজাপটি করে তিনি শান্তিতে আছেন।
দু'বছরের এই শিশুর জন্যে প্রতিদিন প্রয়োজন হয় ৪০টি সিগারেট Published on 11th February, 2016
গরীব দেশ ইন্দোনেশিয়া এবং তার আশ্চর্য্য শিশু। দুবছরের এই শিশু সারা দিনে কম করে ৪০টি সিগারেট খায়। কি করে এই নেশা তার লাগল সেটি কেউ জানতে পারে নি।
ফেসবুক হেরে গেল। জিতে গেল সাধারণ মানুষের লড়াই। Published on 10th February, 2016
ফ্রী বেসিক ফ্রী বেসিক করে গত দুতিন মাস ধরে ফেসবুক আমাদের মাথা খেয়ে নিয়েছিল। বেশির ভাগ অগা পাবলিক ফ্রী বেসিক আসলে কি সেটা না জেনেই আমিও সাপোর্ট করছি এই দেখ কি মহান দেশ সেবা করছি ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছিল।
আমার মেয়েকে নির্ভয়ে ধর্ষণ করুন - অনলাইনে মায়ের বিজ্ঞাপন Published on 09th February, 2016
আমেরিকার এই মা অনলাইনে বিজ্ঞাপন দিল, আসুন আমার মেয়েকে ধর্ষণ করুন। শুধু তাই নয় সেই ধররষণের ভিডিও রেকর্ডিং করে সেগুলো বিক্রি করতেও তিনি পিছপা হননি।
একটি খারাপ মেয়ে (shortfilm) চিত্রনাট্য ও পরিচালনা
- প্রবীর কুন্ডু
ফেসবুকের অ্যাডমিনরা নিজেদের কি পুলিশমন্ত্রী মনে করেন। Published on 22nd January, 2016
কিছু গ্রুপ এবং তাদের অভিভাবক অ্যাডমিন। তাদের গ্রুপে পোস্ট করলে সেটা তারা অ্যাপ্রুভড না করেন পোস্ট হতে দেন না !! গোটা ফেসবুকে পোস্ট করতে মার্ক জুগেনবার্গের পারমিশন লাগে না। তুমি শালা একটা ২০০ মেম্বারের গ্রুপ বানিয়ে সেখানের বিধাতা সেজে বসেছ ??
কোন বয়সের মেয়েরা ঠিক কেমন ছেলেকে নিজের প্রেমিক রূপে পেতে চায় Published on 17th January, 2016
সবার আগে বুঝতে হবে মেয়েরা ক'প্রকার ? বয়সের দিক থেকে আমরা মেয়েদের এখানে তিন ভাগে ভাগ করব। প্রথম ভাগ যাদের বয়স ১৪ থেকে ১৯। এর পরের ভাগ হল ২০ থেকে ২৫ এবং তারপর ২৬ থেকে মোটামুটি ৩২।
আর কিছুদিন পর হয়ত বাংলাতেও এরকম ভাবেই খবর পড়া হবে। Published on 16th January, 2016
কিন্তু খবরের চ্যানেল এখন এসবের সীমাও ছাড়িয়ে গেছে। কিছুদিন ধরেই লিঙ্গবর্ধক তেলের বিজ্ঞাপনের আড়ালে বাংলার বিভিন্ন বড় দৈনিকে ছবিসহ নোংরা গল্প পরিবেশনের কাজ চলছে। এইবার সংবাদ চ্যানেলেও সংবাদ পাঠিকারা এই ধরণের উত্তেজক পোশাক পরা শুরু করেছেন।
বাংলাদেশের ক্যালেন্ডারের ভুলভ্রান্তি Published : 12Jan, 2016
যুগের নিয়মে এই "বঙ্গাব্দ" আপামর বাঙ্গালীর ক্যালেন্ডারে রুপান্তরিত হয়। কিন্তু স্বাধীন বাংলাদেশের অরাযোগ স্বেচ্ছাচারী শাষক এরশাদ হিন্দু বিদ্বেষ জনিত কারনেই ভারতীয় বাঙ্গালী ক্যালেন্ডার বিশেষজ্ঞদের সাথে আলোচনা ছাড়াই ১৯৮৭ সালে বাংলা ক্যালেন্ডার কে পরিবর্তন করেন। প্রসঙ্গে মনে রাখা প্রয়জোন তিনি কিন্তু হিজরি সাল কে পরিবর্তন করেননি।
মেয়ে পটানোর কিছু সহজ উপায় Published on 7th January, 2016
সকল পুরুষই চান সুন্দরী নারীদের মন জয় করতে, নিজের প্রেমিকা বা স্ত্রী হিসাবে একজন সুন্দরী নারীকে কামনা করেন সকল পুরুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কীভাবে জয় করবেন সুন্দরী নারীর মন?
একজন ১৭ বছর বয়সী রেপিস্টের সাক্ষাৎকার। Published on 6th January, 2016
দেশে নানান জায়গায় বেড়ে চলা ধর্ষণের ঘটনা আমাদের বারে বারে চমকে দেয়। আমরা নানান মানুষের কথা শুনি, কিন্তু একজনের রেপিস্টের কথা কি কখনও শুনতে চেয়েছি।
প্রেম টিকিয়ে রাখার সেরা ৫টি উপায় Published on 4th January, 2016
আজ দেখছেন ‘ইন রিলেশনশিপ’ স্টাটাস। কাল দেখবেন সিঙ্গল। আজ দেখছেন গলা জড়িয়ে ফটো তুলছে, নিজেদের ট্যাগ করছে। পরশু আনফ্রেন্ড। এসবের মধ্যেও নিজের প্রেম টিকিয়ে রাখতে সেরা ৫টি উপায় জেনে নিন।
শীতকালের পাঁচটি উপকারিতা Published on 3rd January, 2016
শীতকাল আপনার প্রিয়। শীতকালে চিড়িয়াখানা যাওয়া, পিকনিকে কমলালেবু খাওয়া বা বইমেলায় নতুন বই এসব তো সকলেই জানেন। কিন্তু দৈনন্দিন জীবনের শীতকালের সেরা ৫টি উপকারিতা যেটা কখনও কেউ বলে নি, সেগুলো জেনে নিন।
মেয়েরা কিভাবে ছেলেদের প্রেম প্রস্তাব ফিরিয়ে দেয় সেটা জানুন। Published on 2nd January, 2016
আপনি কখনও কোনো মেয়েকে প্রেম প্রস্তাব দিয়েছেন। নিশ্চয় প্রথমবারে সফল হননি। হওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার। তাহলে মেয়েটি আপনার ভালোবাসার উত্তরে আপনাকে কি বলেছে? মেয়েরা সাধারণত যেটা বলে থাকে বা যেগুলো বলতে ভালোবাসে সেই রকম সেরা ৫টা কারণ জেনে নিন।
ফ্রী বেসিক কি? জেনে নিন। আপনাদের জন্যে সহজ ভাষায় একটি নিবেদন। Published on 1st January, 2016
ফেসবুক খুললেই আপনি এখন কি দেখতে পাচ্ছেন? আমি জানি। আমরা সকলেই জানি। প্রেমিকার নোটিফিকেশান ভেবে আপনি যেটি খুলছেন সেটি আসলে আপনার কোনো বন্ধু আপনাকে পাঠিয়েছে যে সে Free Basic সাপোর্ট করেছে এবং আপনাকেও করতে বলছে। ধীরে বৎস, ওটা আপনাকে আপনার বন্ধু পাঠায় নি। ওটা ফেসবুক আপনার বন্ধুকে বাধ্য করেছে নিজের প্রচারটা করাতে। ভাবুন ফেসবুক কিভাবে আপনার ব্যাক্তিগত জগতকে প্রভাবিত করছে। তারা এবার শুরু করতে চলেছে – ফ্রী বেসিক।