Header Banner - Logo
সিনেমা রিভিউ
Ae Dil Hai MushkilAe Dil Hai Mushkil ভুলেই গেছিলাম যে এটা করন জোহর পরিচালনা করেছেন।
Published on। 30th Oct, 2016

প্রেম নিয়ে যাদের অনুভুতি প্রবল, বিশেষ করে এক প্রেমে যারা বিশ্বাসী তারা হয়ত প্রথম ২০ মিনিট বসে দেখতে পারবেন না। যে যার সাথে পারছে শুয়ে পড়ছে, যাকে খুশী চুমু খাচ্ছে, যেখানে খুশী শুরু হয়ে যাচ্ছে। আমি অনেক কষ্টে এই প্রথম ২০ মিনিট সময় পার করেছি। মাথা ভো ভো করছিল।
Praktan Prasejit Rituparnaপ্রাক্তন - এক ঘেঁয়ে ঘ্যান ঘ্যান / বিরহ প্রেমের গান
Published on 25th May, 2016

সে এক বিশাল কাহিনী। প্রেম হল, সেক্স হল, নন্দন নলবন এক্সিবিশন সব হল। শেষ মেষ কাটাকাটি। বুঝলেন দাদা, দুজনেই কিন্তু একে অপরকে হেব্বী প্রেম করত। দাদা বউদি কারো দোষ নেই, কিন্তু কি করে যে কাটাকাটি হয়ে গেল কেউ বুঝতে পারল না। যা কল্লা। মোদী মমতা নাকি !!! হয় প্রেম ছিল, নয় ছিল না। ছাড়াছাড়ি হয়েছে মানে প্রেম ছিল না। সিম্পল।
Fan Reviewতুম নেহি হো মেরে ফ্যান
Published on 16th March, 2016

ডরে যা হয়েছিল বাজিগরে যা হয়েছিল একদম সেই রকম। তার আগে অবশ্য আরিয়ান খান্নাকে একটু ডায়লগবাজি করতে হয়েছিল। পরিচালক আসলে দ্বিধায় ভুগছিলেন তিনি না পারছিলেন আরিয়ান খান্নাকে খারাপ দেখাতে আবার চাইছিলেন সকলে যে গৌরবের প্রতি সদয় হয়। কিন্তু এটা ভুলে গেলে কি করে চলবে যে গৌরবকে সিমপ্যাথি দেওয়াতে হলে আরিয়ান খান্নাকে মদন চোপড়া হতে হয়।
Sachin Tendulker Biopicশচীনকে নিয়ে সিনেমা, শচীনের ভূমিকায় রয়েছে শচীন নিজেই।
Published on 03rd March, 2016

শচীন ভক্তদের জন্যে সুখবর। আজহার এবং ধোনীর জীবনি নিয়ে সিনেমা হচ্ছে সেটা তো সকলেই জানি। এবারে খুব  শীঘ্র আমরা দেখতে পাব শচীনের জীবন নিয়ে সিনেমা। মুম্বইয়ের একটি প্রোডাকশান কোম্পানি ২০০ নট আউট এই সিনেমাটি প্রযোজনা করছে। এই প্রযোজনা সংস্থা এর আগে প্রচুর বিজ্ঞাপন এবং শর্ট ও তথ্যচিত্র প্রযোজনা করেছে। শচীনের এই বায়োপিক পরিচালনার দায়িত্বে আছেন  লন্ডনের বিশিষ্ট পরিচালক জেমস এরসকিন।
Neerja Film Reviewনীরজা - সকলেই বলছে দারুণ, সত্যিই কি !!
Published on 22nd February, 2016

সাদা পাবলিক দারুণ গ্যাস খেয়েছে, সোনম কাপুর দারুণ অ্যাকটিং করেছে এটা এখন লোকজনের মুখেমুখে ফিরছে। এমনকি ইন্টারনেটে এক সাক্ষাৎকারে শুনলাম সোনম নিজেও বলছে এরপর তিনি কিছু হার্ডকোর কমার্শিয়াল সিনেমা করবেন নাহলে নাকি সকলে মনে করবে যে তিনি শুধু ‘আচ্ছি’ সিনেমাই করেন। ওহে সোনম, জাগুন। এটা কোনো ভাবেই আপনার সেরা অভিনয় নয়। সিনেমার বিষয় বস্তু ভালো ছিল মানে এটা নয় যে সিনেমাটাও ভালো ছিল বা সকলের অভিনয় চমৎকার ছিল।
Fera - Bengali Theatreবাংলার থিয়েটার মঞ্চে হেটস্টোরী
Published on 15th February, 2016

কণকচাঁপার বাগানে, মন্দিরের পিছনে, ধানের গোলার ভিতরে নানান যায়গায় সেই মেয়েটির সাথে আপনার প্রচুরবার মিলন হয়েছে। মেয়েটি নাবালিকা, বয়স ধরা যাক ১৭। একদিন মেয়েটি গর্ভবতী হয়ে পড়ল, আপনাকে বিয়ে করতে বলল, আপনি বিয়ে করলেন না, কারণ তার পরিবার গরীব।
Dilwale - Reviewচেনা গল্প - চেনা স্বাদ।
Published on 5th January, 2016

শাহরুখ খান হলেন ডন। একেবারে সাংঘাতিক যাকে বলে। একটা ছোট্ট পিস্তল নিয়ে মেশিনগানের সাথে একাই লড়তে পারেন আর কি !! যেহেতু রোহিত শেট্টি তাই কার চেজিং তো থাকবেই, এখানেও আছে। শত্রুপক্ষের ধাওয়া খেতে খেতে শাহরুখ খানের গাড়ি ধাক্কা মারে কাজল ম্যাডামকে।
কুটক্যাঁচালি
Why Shahrukh Khan Doing Bad FIlmsশাহরুখ কবে আবার ফিরবে তার চেনা ছন্দে ? আর কতদিন ??
Published on 24th April, 2016

শাহরুখকে প্রথম পুকুর পাড়ে নিয়ে গিয়েছিল করন জোহর তার ছবি ‘কভি আলভিদা না কহনা’ তে চড়িয়ে, ‘ওম শান্তি ওম’ করে ফারহা খান বলিউডের বাদশাকে জলে নামিয়েছিল এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ করিয়ে ডুবিয়েছিল ঐ ফারহাই। যেটুকু লাস্ট নিঃশ্বাস বাকি ছিল সেটা কেড়ে নিল রোহিট শেট্টি তার ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘দিলওয়ালে’ দিয়ে।
Bengali Group Theatreনাটকের দলগুলিকে কি কি সমস্যায় পড়তে হয় তার কিছু বাস্তব উদাহরণ
Published on 14th May, 2016

সকলেই তো আর অন্যের চিন্তায় সমপন্থী হতে পারে না। প্রচুর এমন মানুষ আছে যারা নাটকের মাধ্যমে নতুন কিছু বা অন্য কথা বলতে চায়। আর যে কোনো সংগঠন যত পুরোনো হয় তত তার মেরুদন্ড দুর্বল হতে শুরু করে। প্রতিবাদ তেমন সোচ্চার হয় না, বিক্ষোভে সেরকম আগুন থাকে না, হাসিতে প্রাণ থাকে না। পুরোটাই অভ্যাসে পরিণত হয়।
Rabindra Nath Directed a Cinema Natir Pujaশুধু কবিতা সাহিত্য সঙ্গীত নয়, সিনেমাও পরিচালনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর
Published on 07th May, 2016

সিনেমা বানাতে রবীন্দ্রনাথের নিজের কতটা ইচ্ছে ছিল সেটা অবশ্য জানা যায় না, তবে ঘটনা হল কলকাতার নিউ থিয়েটার্সের কর্ণধার বি এন সরকার রবীন্দ্রনাথকে সিনেমা বানানোর জন্যে উৎসাহ ও প্রস্তাব দেন। রবীন্দ্রনাথ রাজী হন। টালিগঞ্জের NT Studio তে টানা চার দিন ধরে শুটিং চলে।
Sara Bhaskar Bollywood Supporting Actressকিছু বলার আগে জেনে নিন অমিতাভ বচ্চন কি সত্যি টাকা নিয়েছেন ? তাহলে কেন নিয়েছেন ?
Published on 20th March, 2016

শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন ৪ কোটি নিয়েছেন। এখন কোনো কিছুই বিশ্বাসযোগ্য নয়। যে যা পারছে লিখে দিচ্ছে। সত্যি মিথ্যে যাচাই না করেই। যদি নিয়ে থাকেন তো কি হয়েছে? নিতেই পারেন। যার থেকে নিচ্ছেন তার ৪০ কোটি ফায়দা হবে বলেই তিনি দিচ্ছেন। এতে সাধারণ মানুষের এত ফাটছে কেন ?? 
Sara Bhaskar Bollywood Supporting ActressJNU-র প্রাক্তন ছাত্রী এখন চোখের চাউনি দিয়ে ছেলেদের ঘায়েল করছেন। পার্শ্বনায়িকা হিসেবে তিনিই এখন বড় পর্দার সেরা অভিনেত্রী।
Published on 18th March, 2016

এই সিনেমায় তাকে দেখলে সকলের মাথা ঘুরে যাবে গ্যারান্টি। প্যান্ট ভিজে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। কোনো মেকাপ ছাড়া, সাধারণ বাড়িতে পরার শাড়ি পরে, এতটুকু শরীর না দেখিয়ে, শুধু মাত্র চাউনি দিয়ে ঘায়েল করে দেওয়ার ক্ষমতা সকলের থাকে না।
Leonardo Decaprio Oscar 2016অস্কার বিজয়ী লিওনার্দো ডি ক্যাপ্রিও - জিও মেরে লিও।
Published on 29th February, 2016

২০০৭-এ যখন ব্লাড ডায়মন্ড সিনেমায় তিনি নমিনেশন পেয়েও অস্কার পেলেন না এবং কাগজে এই নিয়ে খুব লেখাটেখা হল তখন আমি প্রথম খেয়াল করলাম, টাইটানিক এগারোটা অস্কার পেয়েছিল কিন্তু তার হিরো সেই সময় নমিনেশানই পায় নি। এ কেমন কথা !! আজ লিও-র আফটার অ্যাওয়ার্ড স্পীচটি শুনছিলাম। শুনে এতটুকু অবাক লাগে নি যে তিনি টাইটানিকের পরিচালক জেমস ক্যামরনের নাম করেননি। অভিমান সকলের হয় বস।
3 On Bed - Controversyদুই বন্ধু এক নায়িকা।
Published on 10th January, 2016
না এটা কোনো পানু সিনেমা নয়। ইউটিউবে আর যে সমস্ত সেক্স ভিডিও দেখা যায় এটা সেরকমও নয়। এটা সেগুলোর থেকেও উচ্চস্তরের। দৃশ্যে এবং মননে। বিষয়টি তর্কসাপেক্ষ। আপনার ভালো লাগতেও পারে আবার নাও ভালো লাগতে পারে, কিন্তু কোনো রকম ভাবেই একে আপনি ভালগার বলতে পারবেন না।
হেব্বিওয়েট
     
     
     
     
     
     
     
     
     
     
Ad 3