আমার চোখের সামনে আমার স্ত্রীকে ধর্ষণ ও আমার বদলা Published on 17 October, 2020
বিয়ের সাতদিন পর আমার বউকে গনধর্ষণ করা হয়েছিল। এই জঘন্য কাজটা আমার সামনেই করা হয়েছিলো কিন্তু আমি কিছু করতে পারিনি। আমাকে বেঁধে রেখে আমার সামনেই নরপিশাচরা আমার বউকে ধর্ষণ করেছিল। আমি অনেক আকুতি মিনতি করেছিলাম কিন্তু তাদের কানে আমার আকুতি পৌছায়নি। ওরা ছিলো চার জন। বিয়ের পর আমি নিজেই আমার বউ এর কাছে যাইনি। বাকিটা ..
এক রাজকন্যার গল্প অথবা পরাধীনতার Published on 23rd July, 2016
মোটামুটি কমবেশী সকলেই রাজকন্যার দেখা পেত। কেউ সপ্তাহে একবার তো কেউ দুবার তো কেউ তিনবার। রাজকন্যা নিজে কাউকে অবহেলা করত না। সে অনেক কষ্টে তার রাজ্যপাট সামলে সকলকেই সময় দিচ্ছিল। এই রাজকন্যা এমনিতে খুব ভালো। মনের দিক থেকে। সকলের প্রতি তার সমান নজর। সকলকে সে খুব ভালোবাসে। বাকিটা ..
গর্ভপাত - মানস কুমার বিশ্বাস Published on 26th April, 2016
চব্বিশ বছর বয়সে রতনের সঙ্গে বিয়ে হয়েছিল নীলিমার। সন্তান না হওয়ার জন্য সাঁইত্রিশ বছর বয়সের মধ্যে চার বার অপারেশন থিয়েটারে প্রবেশ করতে হয়েছে নীলিমাকে। তবু বিধাতা তার দিকে মুখ তুলে তাকায় নি। শেষ যেবার অপারেশন করা হয়েছিল তখন ডাক্তার বলেছিলেন পূর্বের কোনো ভুল অপারেশন কিংবা ওষুধের ফলে একটা ওভারি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। বাকিটা ..
ফেসবুকে আলাপ থেকে প্রেম থেকে মৃত্যু Published on 11th February, 2016
স্কুল শিক্ষক রঞ্জিত দাস ফেসবুকে বন্ধুত্ব করে ৩২ বছরের বিবাহিত মহিলা প্রিয়া সাহার সাথে। বন্ধুত্ব থেকে সম্পর্ক আরো গভীর হয়। তারা নিয়মিত একে অপরের সাথে দেখা করতে শুরু করেন। দুপুরবেলায় যখন বাড়িতে কেউ নেই সেই সময় রঞ্জিত বাবু চলে আসেন প্রিয়ার বেডরুমে। বাকিটা ..
বিয়ের কিছুদিন পরেই সুজয়দা বুঝতে পারল তার বউ অন্য কারো সাথে প্রেম করে Published on 09th February, 2016
সকাল থেকে রাত পর্যন্ত রুমি যে কার সাথে এত মোবাইলে কথা বলে সেটা প্রথমে বোঝে নি সুজয়দা। ভেবেছিল বাপের বাড়ির লোকজনের সাথেই হয়ত কথা বলে সময় কাটে। কিন্তু ভুল ভাঙল, যখন তার বড় শ্যালক বলল, বোন তো বিয়ের পরে আমাদেরকে যেন ভুলেই গেছে। বাকিটা ..
জুতো কান্ড - জুতো নিয়ে মণিষীদের জীবনের নানান ঘটনা - প্রবীর কুন্ডু Published on 05th February, 2016
শরৎচন্দ্র তাকে অভয় দিলেন, কিছুক্ষণ বসিয়ে খানিক গল্প করলেন। সঠিক জানিনা হয়ত চা বিস্কুট-ও অফার করে থাকতে পারেন। শেষমেশ যখন ভদ্রলোক বিদায় নেবেন, তিনি বললেন, এই পাটিটি নিয়ে যান, হাওড়া ব্রীজের উপর দিয়ে যখন যাবেন তখন গঙ্গায় ভাসান দিয়ে দিবেন। বাকিটা ..
দীপচরিতমানস - উন্মেষ মিত্র Published on 03rd February, 2016
মেয়েটা সালামের সহিত উঠে দাঁড়ালো । সজল সবার দিকেই তাকাতেই সবাই মাথা নিচু করে সালাম দিয়ে ঘরের বাহিরে চলে গেল । মেয়েটা চোখে দিকে তাকিয়ে অবাক হল । তাঁর গায়ের অলঙ্কার পায়ের ঝুমকা নুপুর । বেণী করা চুল । লেহেঙ্গা পরা । কিন্তু তাঁর চোখ দিয়ে পানি ঝরছিল বাকিটা ..
রাজ প্রসাদের সেই নুপুর - সেলিনা জাহান প্রিয়া Published on 12th January, 2016 কারণে অকারণে বিভিন্ন জায়গায় এই দীপদার জন্য যে আমরা গণপিটুনি খেতে খেতে বেচে গিয়েছি তা কেবল আমরাই জানি।আমরা বলতে আমি,তুতুয়া,বিশাল আর লাল্টু।লাল্টু অবশ্য মাঝেসাঝে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে,তবুও দীপদার গুলবাজি বা ওই 'কেস' খাওয়ানোর স্বভাব ঘোচেনি,এমনকি সুদূর ভবিষ্যতেও এর থেকে পরিত্রাণ পাওয়ার আশাও আমরা ত্যাগ করেছি। বাকিটা ..
আপনি কি আমাদের জন্যে লিখতে চান। লিখুন। যে কোনো বিষয় নিয়ে যা ইচ্ছে লিখুন। আমাদের ধরণটা আশা করি বুঝতে পেরেছেন। কাকু, শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট আছে – সিরিয়াস বিষয় নিয়ে লিখতে পারেন, কিন্তু সিরিয়াস লেখা লিখবেন না। এখান থেকে অভ্র সফটওয়ারটি ঝপ করে নামিয়ে ফেলুন। তারপর MS Word-এ লিখে মেইল করে দিন। ৫০০ শব্দের মধ্যেই লিখবেন। ফ্রী-তে বেশি লিখবেনই বা কেন? ও হ্যাঁ, সাথে নিজের এক কপি ঝিঙ্কু মার্কা ফটো পাঠিয়ে দেবেন। লেখার সাথে ওটাও আমরা ছাপিয়ে দেব। আর কিই বা দিতে পারি বলুন !!
Mail : mogermulukweb@gmail.com
প্রকাশ্যে মহিলাদের স্তন নিয়ে মন্তব্য করেও পার পেয়ে গেল এই দুষ্টু ছেলে Published on 03rd March, 2016
ইতিমধ্যে প্রায় ৬ কোটি মানুষ এই ভিডিওটি দেখেছে। প্রত্যেকেই না হেসে থাকতে পারেনি। প্রকাশ্য রাস্তায় মহিলাদের স্তন নিয়ে মন্তব্য করেও কি করে এই দুষ্টু ছেলে পার পেয়ে গেল সেটা দেখতে আপনাকে এই ভিডিও টি অবশ্যই দেখতে হবে। এখানে মোট ৭ রকম ভাবে পথচলতি মহিলাদের স্তন নিয়ে টিপ্পনী কাটা হয়েছে এবং অবিশ্বাস্য ভাবে প্রত্যেক মেয়েই রেগে যাওয়ার বদলে ব্যাপারটায় খিলখিল করে হেসেছে।
আজকের স্মার্ট মেয়েদের জন্য বাজারে এসে গেল স্মার্ট ব্রা Published on 11th February, 2016
সবকিছুই স্মার্ট হয়ে যাচ্ছে। স্মার্ট ফোন, স্মার্ট টিভি। এবার আসছে স্মার্ট ব্রা। হ্যা, একের ভিতরে অনেকগুণ থাকলেই তো তাকে স্মার্ট বলা যাবে। আর এ বক্ষবন্ধনী শুধু পোশাকের কাজই করবে না, এটি হবে আপনার প্রাথমিক ডাক্তারও। আগামী জুনেই উচ্চ প্রযুক্তির এ ব্রা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে উৎপাদনকারীরা।
রামায়ণের লক্ষণ একজন সমকামী ছিলেন। তিনটে প্রমাণ। Published on 03rd February, 2016
লক্ষণ কি গে ছিল ?? হ্যাঁ দাদা, আমি রামায়ণের লক্ষণের কথাই বলছি। আপনারা হয়ত ভাবছেন এটা আবার কি রকম উৎকট মার্কা প্রশ্ন। কিন্তু কিছু কিছু লক্ষণ দেখে পরিস্কার বোঝা যাচ্ছে যে লক্ষণ গে ছিল। এবং তার প্রধান লক্ষ্য ছিল তার দাদা মর্যাদা পুরুষোত্তম রাম। কি বললেন !! ফালতু বলছি ?? আসুন তাহলে পুরোটা বুঝিয়েই বলি, সবটা পড়ে আপনিই বিচার করুন লক্ষণ গে ছিল কি ছিল না ?
সেক্স সবার প্রয়োজন, তাই বলে এই !! (ভিডিও) Published on 19th January, 2016
আপনি ভিডিওটি দেখেই হয়ত ভাবছেন এটা একটি খারাপ সেমি পর্নোগ্রাফি ভিডিও, কিন্তু শেষ অবধি বিচার না করে কোনো কিছুরই সিদ্ধান্তে আসা উচিত নয়। মেয়েদের এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত।
অন্ধ মেয়েটি ঢুকে গেল ছেলেদের বাথরুমে। তারপর ?? Published on 17th January, 2016
মেয়েটি অন্ধ, তাই ভুল করে ঢুকে গেল ছেলেদের বাথরুমে। কিছু না জেনেই সরল মনে নিজের পোশাক পরিবর্তন করতে শুরু করল, কিন্তু সেই সময় উপস্থিত পুরুষেরা এতটাই নির্লজ্জ যে মেয়েটিকে সাবধান হতে না বলে সেই দৃশ্য উপভোগ করতে লাগল।
এত নির্লজ্জ অভিবাবক আগে দেখেছেন কখনও ?
সন্তানের সামনেই শুরু ... Published on 15th January, 2016
ভিডিওটি চালিয়ে দেখতে পারবেন সেখানে এক দম্পতি তাদের ঘরে আর সকলের উপস্থিতিতেই এক অসভ্য নৃত্য প্রাকটিস করছে। এই নৃত্যে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ঘরের অন্য সদস্যেরা যখন উপস্থিত বিশেষ করে একটি ছোট শিশু। এই ধরণের পরিবেশনা সেই শিশুর স্বাভাবিক মানসিক বিকাশে বাঁধার সৃষ্টি করবে।
কলা দিয়ে কি কি করা যায় - ক্লাস নিচ্ছেন সানি লিওনি Published on 11th January, 2016
সানি লিওনি এখন দিদিমণি। আর দিদিমণি হয়ে তিনি যা শেখাতে পারেন সেটাই শেখাচ্ছেন। কলা দিয়ে কি কি করা যায় তার প্রকৃষ্ঠ উদাহরণ এই ভিডিও। না দেখলেই ফক্কা। কলা। কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়। রান্না করেও খেতে পারেন আবার খোসা ছাড়িয়েও খেতে পারেন। নিয়মিত কলা খেলে পেট পরিস্কার থেকে। সকালের কাজটি আরামে সম্পন্ন হয়। কলা গাছের কোনো কিছুই ফেলা যায় না। থোড়, মোচা, পাতা সব কিছুই লাগে। কলা গাছ পুজোতেও লাগে। গণেশ তো তাই কলা গাছকেই বিয়ে করে নিল। কিন্তু কলা দিয়ে যে এই জিনিসটিও হয় সেটি সানি লিওনি না থাকলে আমরা কি জানতে পারতুম ??
টুম্পা বউদির এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার Published on 10th January, 2016
দাদা অফিস চলে যেতেই বউদি জানলা খুলে দেয়। বউদির মনটা এজ একটু উদাস। বউদি মানে আমাদের পাড়ার টুম্পা বউদি। বয়স তিরিশের আশেপাশে। পুঁচকে একটা খোকা আছে, তার বয়স ঐ ছয়-সাত। বড্ড অল্প বয়সে বিয়েটা সেরে নিয়েছিল টুম্পা বউদি। বিয়ের আগে নিজের পাড়ার দুচারটে কালু ভুলুর সাথে ছুটকো ছাটকা প্রেম বা অন্ধকার গলিতে হামু-চুমুও হালকা বিস্তর হয়েছিল। কিন্তু সে কার না হয়। বিয়ের সময় চোখে অনেক স্বপ্ন ছিল। এখন চোখে চশমা। সেই চশমা পরেই বউদি এখন দেখছে পাশের বাড়ির বারান্দায় লাল্টুদা খালি গায়ে লাল গামছা পরে ছাদে বউয়ের শাড়ি মেলতে এসেছে । আহা আমার-ও যদি অমন একখানা বর থাকত। ভিজে শাড়ি কাঁধে করে ছাদের হুঁকে মেলে আসত!!
একটি খারাপ মেয়ে (shortfilm) চিত্রনাট্য ও পরিচালনা
- প্রবীর কুন্ডু