Moger Muluk - Header

Samsung Phone Blast on Man Pocketজামার পকেটে রাখা ফোন হঠাৎ হয়ে গেল বোমা। ভয়ঙ্কর বিস্ফোরনের পরেও জামাধারী জীবিত।
Published on 08th October, 2017
পকেটে রাখা মোবাইল ফোনটা বেজে উঠল, ফোনটি রিসিভ করতে যেই যাবেন, অমনি দারূন এক ভয়ঙ্কর শব্দে বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সেই হোটেল। না, এখনও অবধি কোনো জঙ্গী গোষ্টী এই বিস্ফোরণের দায় স্বীকার করে নি।


i-phoneনতুন মডেলের আইফোন বাজারে আসার আগে অ্যাপেল কোম্পানী কি তাদের পুরোনো মডেলের স্পীড স্লো করে দেয় ?
Published on 30th September, 2017
সম্প্রতি বিভিন্ন খবরে উঠে এসেছে যে নতুন মডেলের আই ফোন রিলিজের আগে অ্যাপেল কোম্পানী তাদের পুরোনো মডেলের স্পীড এবং বেশ কিছু জনপ্রিয় ফিচারসকে স্লো ডাউন করে দেয় যাতে ক্রেতারা বিরক্ত হয়ে নতুন মডেলের আই ফোন কিনতে উদ্যত হয়।


Kolkata Digha Metro Railআর বাসে ট্রেনে নয়, এবার দীঘা চলুন জাপানী মেট্রো চড়ে।
Published on 1st January, 2017
সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে এবার কলকাতা থেকে দীঘা অবধি মেট্রো চালাবে রাজ্য সরকার। একটি জাপানী সংস্থা এই প্রকল্প তৈরীর বরাত পেয়েছে। আগামী বাজেটে এই ঘোষণা পেশ করতে পারে রেলমন্ত্রী।


Website Making

Comment on Boobsপ্রকাশ্যে মহিলাদের স্তন নিয়ে মন্তব্য করেও পার পেয়ে গেল এই দুষ্টু ছেলে
Published on 03rd March, 2016
ইতিমধ্যে প্রায় ৬ কোটি মানুষ এই ভিডিওটি দেখেছে। প্রত্যেকেই না হেসে থাকতে পারেনি। প্রকাশ্য রাস্তায় মহিলাদের স্তন নিয়ে মন্তব্য করেও কি করে এই দুষ্টু ছেলে পার পেয়ে গেল সেটা দেখতে আপনাকে এই ভিডিও টি অবশ্যই দেখতে হবে। এখানে মোট ৭ রকম ভাবে পথচলতি মহিলাদের স্তন নিয়ে টিপ্পনী কাটা হয়েছে এবং অবিশ্বাস্য ভাবে প্রত্যেক মেয়েই রেগে যাওয়ার বদলে ব্যাপারটায় খিলখিল করে হেসেছে।
Smart Braআজকের স্মার্ট মেয়েদের জন্য বাজারে এসে গেল স্মার্ট ব্রা
Published on 11th February, 2016
সবকিছুই স্মার্ট হয়ে যাচ্ছে। স্মার্ট ফোন, স্মার্ট টিভি। এবার আসছে স্মার্ট ব্রা। হ্যা, একের ভিতরে অনেকগুণ থাকলেই তো তাকে স্মার্ট বলা যাবে। আর এ বক্ষবন্ধনী শুধু পোশাকের কাজই করবে না, এটি হবে আপনার প্রাথমিক ডাক্তারও। আগামী জুনেই উচ্চ প্রযুক্তির এ ব্রা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে উৎপাদনকারীরা।
Ram Lakkhan Relationরামায়ণের লক্ষণ একজন সমকামী ছিলেন। তিনটে প্রমাণ।
Published on 03rd February, 2016
লক্ষণ কি গে ছিল ?? হ্যাঁ দাদা, আমি রামায়ণের লক্ষণের কথাই বলছি। আপনারা হয়ত ভাবছেন এটা আবার কি রকম উৎকট মার্কা প্রশ্ন। কিন্তু কিছু কিছু লক্ষণ দেখে পরিস্কার বোঝা যাচ্ছে যে লক্ষণ গে ছিল। এবং তার প্রধান লক্ষ্য ছিল তার দাদা মর্যাদা পুরুষোত্তম রাম। কি বললেন !! ফালতু বলছি ?? আসুন তাহলে পুরোটা বুঝিয়েই বলি, সবটা পড়ে আপনিই বিচার করুন লক্ষণ গে ছিল কি ছিল না ?
Short Film Makingসেক্স সবার প্রয়োজন, তাই বলে এই !! (ভিডিও)
Published on 19th January, 2016
আপনি ভিডিওটি দেখেই হয়ত ভাবছেন এটা একটি খারাপ সেমি পর্নোগ্রাফি ভিডিও, কিন্তু শেষ অবধি বিচার না করে কোনো কিছুরই সিদ্ধান্তে আসা উচিত নয়। মেয়েদের এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত।
Blind Naked Girlঅন্ধ মেয়েটি ঢুকে গেল ছেলেদের বাথরুমে। তারপর ??
Published on 17th January, 2016
মেয়েটি অন্ধ, তাই ভুল করে ঢুকে গেল ছেলেদের বাথরুমে। কিছু না জেনেই সরল মনে নিজের পোশাক পরিবর্তন করতে শুরু করল, কিন্তু সেই সময় উপস্থিত পুরুষেরা এতটাই নির্লজ্জ যে মেয়েটিকে সাবধান হতে না বলে সেই দৃশ্য উপভোগ করতে লাগল।
Sexy Father and Motherএত নির্লজ্জ অভিবাবক আগে দেখেছেন কখনও ?
সন্তানের সামনেই শুরু ...

Published on 15th January, 2016
ভিডিওটি চালিয়ে দেখতে পারবেন সেখানে এক দম্পতি তাদের ঘরে আর সকলের উপস্থিতিতেই এক অসভ্য নৃত্য প্রাকটিস করছে। এই নৃত্যে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ঘরের অন্য সদস্যেরা যখন উপস্থিত বিশেষ করে একটি ছোট শিশু। এই ধরণের পরিবেশনা সেই শিশুর স্বাভাবিক মানসিক বিকাশে বাঁধার সৃষ্টি করবে।

Sunny Leone Sex Tipsকলা দিয়ে কি কি করা যায় - ক্লাস নিচ্ছেন সানি লিওনি

Published on 11th January, 2016
সানি লিওনি এখন দিদিমণি। আর দিদিমণি হয়ে তিনি যা শেখাতে পারেন সেটাই শেখাচ্ছেন। কলা দিয়ে কি কি করা যায় তার প্রকৃষ্ঠ উদাহরণ এই ভিডিও। না দেখলেই ফক্কা। কলা। কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়। রান্না করেও খেতে পারেন আবার খোসা ছাড়িয়েও খেতে পারেন। নিয়মিত কলা খেলে পেট পরিস্কার থেকে। সকালের কাজটি আরামে সম্পন্ন হয়। কলা গাছের কোনো কিছুই ফেলা যায় না। থোড়, মোচা, পাতা সব কিছুই লাগে। কলা গাছ পুজোতেও লাগে। গণেশ তো তাই কলা গাছকেই বিয়ে করে নিল। কিন্তু কলা দিয়ে যে এই জিনিসটিও হয় সেটি সানি লিওনি না থাকলে আমরা কি জানতে পারতুম ??

Bengali Housewife Extra Marital Affair
টুম্পা বউদির এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার
Published on 10th January, 2016
দাদা অফিস চলে যেতেই বউদি জানলা খুলে দেয়। বউদির মনটা এজ একটু উদাস। বউদি মানে আমাদের পাড়ার টুম্পা বউদি। বয়স তিরিশের আশেপাশে। পুঁচকে একটা খোকা আছে, তার বয়স ঐ ছয়-সাত। বড্ড অল্প বয়সে বিয়েটা সেরে নিয়েছিল টুম্পা বউদি। বিয়ের আগে নিজের পাড়ার দুচারটে কালু ভুলুর সাথে ছুটকো ছাটকা প্রেম বা অন্ধকার গলিতে হামু-চুমুও হালকা বিস্তর হয়েছিল। কিন্তু সে কার না হয়। বিয়ের সময় চোখে অনেক স্বপ্ন ছিল। এখন চোখে চশমা। সেই চশমা পরেই বউদি এখন দেখছে পাশের বাড়ির বারান্দায় লাল্টুদা খালি গায়ে লাল গামছা পরে ছাদে বউয়ের শাড়ি মেলতে এসেছে । আহা আমার-ও যদি অমন একখানা বর থাকত। ভিজে শাড়ি কাঁধে করে ছাদের হুঁকে মেলে আসত!!
একটি খারাপ মেয়ে (shortfilm)
চিত্রনাট্য ও পরিচালনা - প্রবীর কুন্ডু
Ad 3